প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার ঠেকাতে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করেছে। ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার এ গাড়ী আটক করা হয়। একই সাথে সড়কের বিভিন্ন স্ট্যান্ডে মানুষের মাঝে মাস্ক বিতরন করেন তিনি।
জানাগেছে,আমতলী-কলাপাড়া,আমতলী-পটুয়াখালী মহাসড়কসহ বিভিন্ন আ লিক সড়কে যাত্রী বোঝাই করে ব্যাটারী চালিত অটোগাড়ী চলাচল করছে। এলে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আমতলী উপজেলার বিভিন্ন সড়কে কয়েকশ অটো গাড়ী চলাচল করছে। দ্রæত প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে গ্রামা লকে রক্ষায় অটোগাড়ী চলাচল বন্ধের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার দুপুরে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ মহাসড়ক ও আ লিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করেছে।
আমতলী থানার অফিসার মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়ক ও আ লিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করা হয়েছে।