ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
কালকিনিতে লকডাউনে প্রশাসনের সাথে চোর পুলিশ খেলছে সাধারন জনগন
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর

সারাদেশে কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ। এরই মধ্যে চলমান কঠোর বিধিনিষেধের লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সময় বাড়ানোর আদেশ জারি হয়। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও এ্যাসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামসহ পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এদিকে উপজেলা সদরের লোকজন এ লগডাউন মানলেও গ্রামের সাধারন জনগন তা মানতে নারাজ।

এলাকা ও প্রশাসন সুত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমের ফলে সারাদেশে কঠোর লকডাউন চলছে। তাই উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে সরকার ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য মাইকিংসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে। তবে সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে গাড়ি, ব্যাটারী চালিত ঈজি বাইক, পিকাপসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও এ্যাসিল্যান্ড মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন সড়কে এসে তা নিয়ন্ত্রন করেন। লকডাউনের ফলে ঔষুধের দোকান, ফলের দোকান ও কাঁচাবাজারের দোকান খোলা রয়েছে। শপিংমল এবং অন্যান্য দোকান বন্ধ রয়েছে। তবে উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশ মোতায়ান রয়েছে।

ঈজিবাইক চালক খলিল মুন্সি, কবির হোসেন বেপারীসহ বেশ কয়েকজন বলেন, এভাবে লগডাউন থাকলে আমরা পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবো। তাই আমরা রাস্তায় গাড়ী নিয়ে আসছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আমার ও এ্যাসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কালকিনি এবং ডাসার থানা পুলিশের সহযোগীতায় উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার ও রাস্তায় অভিযান অব্যাহত রেখেছি।

x