ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
রূপগঞ্জে এক চাঁদাবাজ গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতা এলাকায় চাঁদাবাজি করার সময় রাজু মিয়া (৩২) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ । বৃহস্পতিবার রাতে ভুলতা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুলতা এলাকার কাঁচাবাজারসহ আশেপাশের লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।

চাঁদাবাজ রাজু মিয়া লক্ষীপুর জেলার রায়পুর থানার দায়েরচর এলাকা মোঃ আলীর ছেলে। সে এক সময় শিংলাবো এলাকার শিরিন এর বাড়ির ভাড়াটিয়া। রাজু আর এখন ভাড়াটিয়া নয়। তার নিজের শিংলাব এলাকায় রয়েছে একাধিক বাড়ি, কাপরের কারখানা । সে দীর্ঘ দশ বছর ধরে গাউছয়া মার্কেটের সামনে চাঁদাবাজি করে আসছে। প্রথমে মাথা গোছার ঠাঁই না থাকলেও বর্তমানে ওই চাঁদাবাজ রাজু অঢেল সম্পদের মালিক।

পুলিশ জানায়, গত বেশ কিছুদিন ধরে রাজু চাঁদাবাজ গোলাকান্দাইল ও ভুলতা এলাকার কাঁচাবাজার ও রিক্সা ও অটোরিক্সা থেকে পুলিশের নাম ব্যবহার করে এবং সাধারণ মানুষকে পুলিশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো। বৃহস্পতিবার ভুলতা এলাকার কাঁচাবাজার ও রিক্সা থেকে চাঁদাবাজি করার সময় তাকে গ্রেফতার করা হয়।

x