শুদ্ধাচার চর্চায় শ্রেষ্ঠ ইউএনও ভেদরগঞ্জের তানভীর আল নাসীফ এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শুদ্ধাচার চর্চায় শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। জাতীয় শুদ্ধাচার নীতিমালা, ২০১৭ অনুসারে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ, সুখী, স্বণির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও জনসেবায় অবদানের জন্য শরীয়তপুর জেলায় মোট তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিবেচিত তিনজন কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।
জেলার ৯ম বা তদুর্ধ গ্রেডভুক্ত কর্মকর্তাগণ হতে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। জেলা প্রশাসক কার্যালয়ের ৩য়-১০ম গ্রেডভুক্ত কর্মকর্তা সহকারী কমিশনার (সাধারণ শাখা) খান সালমান হাবীব ও ১১ তম-২০তম গ্রেডের কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সহকারী (সাঁটলিপিকার) মোঃ মোয়াজ্জেম হোসেন।
পুরস্কার প্রাপ্তদের মাঝে সনদ, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।