ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
পাথরঘাটায় করােনা উপসর্গ নিয়ে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় জয়নব বিবি ( ৭০ ) নামের এক বৃদ্ধা করােনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে । মৃত্যু জয়নব বিবি উপজেলার কালমেঘা ইউনিয়নের ছােনবুনিয়া এলাকার বাসিন্দা |

আজ মঙ্গলবার ( ২৯ জুন ) দুপুর সাড়ে ১২ টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

জানা গেছে , জয়নব বিবি অসুস্থ্য হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিল । চিকিৎসক করােনা উপসর্গ দেখে টেস্টের জন্য পাঠালে ওই বৃদ্ধার পরিবারের লােকজন তা না করে আজ মঙ্গলবার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । এর কিছুক্ষন পরেই জয়নব বিবির মৃত্যু হয় ।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাে . খালিদ মাহমুদ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক  ডাককে জানান , বরিশাল শের – ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক রােগীকে আমাদের এখানে নিয়ে আসেন । তিনি করােনায় আক্রান্ত কিনা তা আমরা পরিক্ষা নিরিক্ষা ছাড়া বলতে পারছিনা । তবে তার করােনা উপসর্গ ছিল ।

x