ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে ১১ জুন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় ১৮৩ নমুনা পরীক্ষার ফলাফলে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলার ২০ জন, রানীশংকৈল উপজেলার ৩৬ জন, হরিপুর উপজেলার ৯ জন ও পীরগঞ্জ উপজেলার ২২ জন আক্রান্ত হন। যা শনাক্তের হার ৫৬ দশমিক ২৮ শতাংশ।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে।