ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শ্রীপুরে করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা
মোঃ রাশিদুল ইসলাম  মাগুরা

বাংলাদেশের বিভিন্ন জেলা – উপজেলায় করোনা সংক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার ফলে শ্রীপুর উপজেলা প্রশাসন সংক্রমন রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলায় সতর্ক বার্তা প্রেরন করা হয়েছে এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা প্রশাসন ২৮ জুন (সোমবার) দুপুর ১ টার সময় শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা- উল জান্নাহ ‘র নেতৃত্বে শ্রীপুর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় যে সকল পথচারী, গাড়ি চালক ও যাত্রী‘রা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছিলো তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং সকলকে সতর্ক করা হয়।এ বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালিত হচ্ছে এবং পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে এ অভিযান চলতেই থাকবে। তবে করোনা সংক্রমন রোধে আমি সবাইকে সচেষ্ট হওয়ার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।

x