ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
জাজিরায় ৩৫পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা থানার মাদক সম্রাট খ্যাত ৮ টি মাদক মামলার আসামি ও দুইটি গ্রফতারি পরোয়ানার পলাতক আসামী কামাল মোড়ল নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) সকাল ১১ ঘটিকার সময় পশ্চিম নাওডোবা আহমদ চোকদার কান্দি সাকিনস্থ আমজাদিয়া একাডেমী স্কুলের সামনে পাকা রাস্তায় কামাল মোড়লকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে জাজিরা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান।

পড়ে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর ভিত্তিতে জাজিরা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০ক)-তে একটি মামলা হয়। মামলা নং,-২১ তারিখ ২৬/৬/২১। বিষয়টির তদন্তভার জাজিরা থানার পুলিশ পরিদর্শক ফরিদ মিয়াকে অর্পণ করা হয়।

জাজিরা থানা সূত্রে জানা যায় কামাল মোড়ল জাজিরা থানাধীন আহমদ চৌকিদার কান্দি গ্রামে কামাল মোড়লের বাড়ি এবং সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

x