ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
ভেদরগঞ্জ সখিপুরে পাথর কয়লাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
মোঃ রুহুল আমিন, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালি কয়লাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে।এতে ট্রাক ড্রাইভার হারুন মোল্লা (৫০) নামে ব্যক্তি আহত হয়েছে।

শুএবার (১৮ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ডি এম খালী বাজারের পাশে ভেদরগঞ্জ- কাশেমপুর সড়কে প্রায় ২০টনের মত পাথর কয়লা ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী আফজাল মোল্লা বলেন, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে ৬ মাস আগে রাস্তাটি করা হয়েছে,ভারী যানবাহন চলাচল করায় এই রাস্তায় এখন রিক্সা চলাচল করতে ও হিমসিম খাচ্ছে।এলাকাবাসী জানান মেইন সড়ক রেখে উল্টো পথে গাড়ি চলাচল করছে তাতে সড়ক দুর্ঘটনা বারছে। কিছু দিন আগেও একটি গ্যাস সিলিন্ডার সহ ট্রাক উল্টো খাদে পরে যায়।  ভারী যানবাহন এই রাস্তায় যাতে না চলতে পারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি।

x