ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ফুটবল প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
মোঃ রুহুল আমিন শরীয়তপুরপ প্রতিনিধি

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন ২০২১ মঙ্গলবার বিকাল ০৫:০০ টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম, শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার  এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর, অনল কুমার দে, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ,  এ্যাড. পারভেজ রহমান জন, মেয়র, শরীয়তপুর পৌরসভা, জনাব মনদীপ ঘড়াই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ,  মোঃ আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, বিজ্ঞ জিপি, শরীয়তপুর কোর্ট, জনাব সাবিনা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ শরীয়তপুর সদর, শরীয়তপুরসহ এ সময় উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়ারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।

x