ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
পাথরঘাটা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে যাওয়ার পথে নিজেরাই আটকে পড়ল
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় উদ্ধার কাজ করতে যাওয়ার পথে নিজেরাই আটকে গেল। পাথরঘাটা কোন প্রকার ঘটনা , দুর্ঘটনা , উদ্ধার কাজেই ডাক পরে ফায়ার সার্ভিসের । দিন রাত ২৪ ঘন্টাই তারা প্রস্তুত থাকে। যেকোনাে ধরনের সেবা প্রদান করতে তাঁরা  প্রস্তুত ।

যখন জনসেবা বা দুর্ঘটনায় উদ্ধার কাজ করতে গিয়ে নিজেই আটকে যান তখন তাদের, কে উদ্ধার করবে ? এমনই প্রশ্ন তুললেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোঃ মারুফ হােসেন ও মোঃ মিঠুন ।

মারুফ হােসেন দৈনিক ডাকে জানান , সােমবার দুপুরে ৯৯৯ এ ফোন পেয়ে জরুরী সেবা দিতে গিয়ে নিজেদের বহন করা গাড়িটি আটকে যায় চায়না প্রজেক্টের আওতায় নির্মিত সুইজ গেট এর বাইপাস সড়কে । এতে করে উদ্ধার করতে যাওয়া ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অতিরিক্ত একঘন্টা । এ পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে পরতে হয়েছে ভুক্তভােগীদের রােষানলে । জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যা কখনাে ভাবা যায় না ।

পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান , আমাদের কাছে আসা প্রতিটি কলকে গুরুত্ব দিয়েই ঘটনাস্থলে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করি । কিন্তু বাধ সাধে সড়কের বিভিন্ন বাইপাস গুলাে । এতে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় তাদের ।

খোঁজ নিয়ে দেখা যায় পানি উন্নয়ন বাের্ডের অধীনে চায়না প্রজেক্ট এর আওতায় উপজেলার বিভিন্ন স্থানে সুইজ গেট নির্মাণের কাজ চলছে । একারণে পাথরঘাটা – মঠবাড়িয়া সড়কের চরদোয়ানী পর্যন্ত মহাসড়কের পাচ কিলােমিটারের মধ্যে রয়েছে এমন পাঁচটি ঝুঁকিপূর্ণ বাইপাস । যা দায়সারা ভাবে ফেলে রাখা হয়েছে কয়েক বছর ধরে । প্রতিবছর বৃষ্টির সময়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এ সড়কে । একারণে অতিরিক্ত ২৩ কিলােমিটার দূর থেকে ভিন্ন সড়কে ঘুরে আসতে হয় ঢাকা , বরিশাল , খুলনা , চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটা গামী পরিবহন গুলােকে ।

সড়কে নিয়মিত যাতায়াতকারী মনির হােসেন , ফোরকান আহমদ , সুমন মিয়া , জান্নাতুল জারা , মাইশাসহ ভুক্তভােগীরা জানান , সামান্য বৃষ্টি হলেই কাদামাটি ভিজে চলাচলের অনুপযােগী হয়ে পড়ে । এই স্থানগুলি থেকে মানুষ হেঁটে পার হতে পারে না।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মােস্তফা গােলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন , মঠবাড়িয়ার সড়কের পাঁচটি পয়েন্ট নিয়ে উপজেলা প্রশাসন ও বিব্রত । তিনি জানান , এই পয়েন্টের ১ হাজার পঞ্চাশ মিটার সড়কের দায়িত্ব কেউ নিতে চায়না । চায়না প্রজেক্টের আওতায় সুইজ গেট নির্মানের জন্য এইসব স্থান গুলাে মেরামতের জন্য সড়ক ও জনপথ , এলজিইডি ও পানি উন্নয়ন বাের্ডের সাথে কথা বললেও কেউ এই পয়েন্টগুলাের দায়িত্ব নিতে চায় না । একারণে দীর্ঘদিন ধরে ভােগান্তি পােহাতে হচ্ছে এ সড়কে যাতায়াত কারীদের ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানাে হয়েছে ।

x