শরীয়তপুরের জাজিরা উপজেলার ছোট কৃষ্ণ নগর গ্রামে আতিকুর রহমান মাদবর (১৫) নামের এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, ৬ জুন বিকেল পাঁচটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয় এর কিছুক্ষন পড়েই খবর পাওয়া যায় আতিকুর বজ্রপাতে মারা যায়, আতিক ছোট কৃষ্ণ নগর গ্রামের ফারুক মাদবরের ছেলে। (৬ জুন) অনুমান ৫ টার সময় বজ্রপাতে মারা যায়।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার মোঃ আল আমিন মিয়া ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যান, এঘটনায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এর আগে( ৫ জুন) শনিবার জাজিরা উপজেলার পালেরচর ও মূলনা ইউনিয়নের মালেক পেদা (৪২) তাজুল ইসলাম খলিফা (৬০)নামের দুই ব্যাক্তি মৃত্যুবরণ করেন।