ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
ডামুড্যায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের এডিপি বরাদ্দ থেকে ১২ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।

মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ মহিলাদের সাবলম্বী হিসেবে গড়ে উঠতে সহায়তা স্বরূপ এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।

সেলাই মেশিন বিতরণ কালে আলমগীর হোসেন মাঝি বলেন, আমাদের উপজেলার অনেক নারী আছেন যারা আর্থিক ভাবে অসচ্ছল অথচ তাদের সাবলম্বী হওয়ার আকাঙ্খা আছে। এই ধরণের অসহায় ও দুস্থ মা বোনদের এডিপির বরাদ্দকৃত অর্থ থেকে সেলাই মেশিন গুলো প্রদান করা হলো। যেন তারা সেলাইয়ের কাজ শিখে সাবলম্বী হতে পারে।

 

x