টাঙ্গাইল পৌর এলাকার সিএনবি রোড় থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
সোমবার (৩১মে) দুপুরের দিকে এ লাশটি উদ্ধার করেন। কন্যা শিশুর লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।
স্থানীয়রা জানান, সিএনবি রোড দিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পাই পলিথেনে মোড়ানো একটি নবজাতকের লাশ । কোন পশু-পাখি যেনো নবজাতকের লাশটি নিয়ে যেতে না পারে সেজন্য লাশের পাশে দাড়িয়ে ৯৯৯ কল দেই । এর আগে সকাল ৯ টার দিকে তিনি ওই জায়গায় দিয়ে চলাচল করেছেন তখন কোন নবজাতকের লাশ দেখেননি । খুব সম্ভব কেউ রিক্সা বা অটোতে যাবার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে যায় ।
টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানান, সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে সিএনবি রোডে পৌছাঁই । পরে নাভি কাটা পলিথিনে মোড়ানো নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্বার করি । নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।