শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যেগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এরপর দোয়া করা হয়। রোববার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষ থেকে গন্ধর্বপুর এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সদস্য মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক খন্দকার তুহিন পারভেজ আলাল, জেলা ওলামাদলের সভাপতি সামসুর রহমান খাঁন বেনু, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, যুবদল নেতা আবু মাসুম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, মাসুদুর রহমান, মহিলাদলের সভানেত্রী শাহিনা আক্তার, জাকির হোসেন, আনোয়ার মাষ্টার, আওলাদ হোসেন আলো, ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মামুন প্রধান, রাজু আহাম্মেদ, মেহেদী হাসান রিপন ও আকিব হাসান প্রমুখ।