ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
রূপগঞ্জে ভুমি দস্যুকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন
Reporter Name

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভ‚লতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায়  ২৯ মে শনিবার ভ‚মি দস্যু আফজালের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মস‚চী পালন করা হয়েছে। মানববন্ধন প‚র্বক সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হামজালা। সভায় বক্তব্য রাখেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাহেদ, ওবায়দুল, ইসমাইল, নাহিদ, রাশেদ, আল ফাহিম, যুবলীগ নেতা নাছিম, মোশারফ প্রমুখ। এ সময় মানববন্ধনে প্রায় ৫শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত শিবির হেফাজতের অর্থ যোগান দাতা ভ‚মি দস্যু আফজালের লালচক্ষুর শিকার ভুলতা গোলাকান্দাইল এলাকার সাধারণ জনগণ। কয়েকবারের সাজা প্রাপ্ত আসামি আফজাল এর ব্যবসার উৎস কি। আমরা সাধারণ জনগণ তা জানতে চাই। ২০০৫ সালে ছিল ড্রাইভার আজ সে কিভাবে কোটি টাকার মালিক।

x