ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
জগন্নাথপুরে হামলায় আহত ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
Reporter Name

আবুল কাশেম রুমন,সিলেট: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদী গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানাগেছে, গত ৭ মে আলাগদী গ্রামের হারুন মিয়া ও চেরাগ আলীর লোকজনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়ার ছেলে সেলিম মিয়া গুরুতর আহত হন।

এ বিষয়ে আহতের ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। বর্তমানে আহত সেলিম মিয়া গত ৫ দিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে আহত পরিবারের লোকজন জানান।

 

x