ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
Reporter Name

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে উপজেলার পুকুরিযা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাঁশখালী থানা ওসি শফিউর কবির সমকালকে জানান, সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

x