পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় পাথরঘাটায় ১৫ পিস ইয়াবাসহ মামুন মিয়া (২১) নামের একজন শিক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলার বাইনচটকী ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মামুন মিয়া পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মামুন মিয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের ডিগ্রিতে অধ্যায়নরত শিক্ষার্থী।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, গোপন সংবাদে জানতে পারি পাথরঘাটা বাইনচটকী ফেরিঘাট এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে।তৎক্ষনাৎ আমাদের গোয়েন্দা শাখার একটি টিম বাইনচটকী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, মামুন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার টিম নজরদারিতে রাখেন। আজকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে সক্ষম হয়। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।