মু রিমন ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে শ্রীমঙ্গল আওয়ামীলীগ পরিবারের সহযোগীতায় সেহরি ও ইফতার বিতরণ অব্যাহত রেখেছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ।
উপজেলার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের হাতে ইফতার ও সেহরি তুলে দিচ্ছেন ছাত্রলীগ কর্মীরা।সন্ধ্যায় ইফতার গভীর রাতে সেহরি পেয়ে খুশি হচ্ছেন দুস্থ মানুষরা।অনেকেই এই টিমের সদস্যেদের মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন।
পবিত্র রমজান মাসের দশম দিনে শ্রীমঙ্গলে অবস্থানরত অসহায়-দুঃস্থদের মাঝে সেহরিতে রান্না করা খাবার ও ইফতারি বিতরণের মাধ্যমে রমজান মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মসুদুর রহমান মসুদ।
সরজমিনে দেখা গেছে (২৫ এপ্রিল) রবিবার দিবাগত রাতেও ফয়সল আহমদ, আজাদ আহমদ, নুরুউদ্দিন আহমদ, রাইয়ান হোসেন আপন, মাহবুব আহমদ, আজিজুর রহমান নাঈম, মামুন মিয়া নাহিদ মিয়া সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা গভীর রাতে রাস্তায় শুয়ে থাকা কর্মহীন ভাসমান মানুষদের-কে ডেকে ডেকে হাতে সেহরি তুলে দিচ্ছেন।
ছাত্রলীগ কর্মী নুরুউদ্দিন আহমেদ জানান,পবিত্র রমজান মাসে করোনা সংকটে কর্মহীন ভাসমান মানুষের কথা চিন্তা করেই উপজেলা ছাত্রলীগ সভাপতি মসুদুর রহমান মসুদের নেতৃত্বে এ কর্মসূচি পালন হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি মসুদুর রহমান মসুদ জানান,বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।পবিত্র রমজান মাসে আমরা শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কর্মহীন ভাসমান মানুষের মধ্যে রান্না করা সেহরীর খাবার ও ইফতার বিতরণ করছি।সারা মাস ব্যাপী আমাদের ইফতার এবং সেহেরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/9666 […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: doinikdak.com/news/9666 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/9666 […]
… [Trackback]
[…] Here you can find 12048 additional Info to that Topic: doinikdak.com/news/9666 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/9666 […]