এম আবু হেনা সাগর,ঈদগাঁও: কক্সবাজার সদরে ইসলামাবাদ-ইসলামপুর রেল লাইন ক্রসিংয়ের উপর ওভার ব্রীজ করার দাবী তে এক প্রদিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
২৩শে এপ্রিল বাদে জুমা মরহুম ডুলাফকিক মাজারের পশ্চিম পাশে সংক্ষিপ্ত এই সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা আও য়ামী লীগের সভাপতি আবু তালেব,ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু,
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী লুৎফুর রহমান আজাদ, ইসলামপুর ইউপি আ,লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা, সদর আ,লীগে উপপ্রচার সম্পাদক মো: শরীফ, চেয়ারম্যান প্রার্থী হাসান আলীসহ অনেকে।
উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,কক্সবাজার সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক রিকো, সাবেক ছাত্রনেতা ফিরোজ উদ্দিন খোকা এবং বিপুল সংখ্যক এলাকার লোকজন।
বক্তারা উক্ত এ স্থানে লোকজন চলাচলের লক্ষ্য একটি ওভার ব্রীজ নির্মান জোর দাবী জানান।
ইসলামাবাদ-ইসলামপুরের সীমান্ত সংলগ্ন বামন কাটা এলাকায় রেললাইন নির্মানের কারনে সং যোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকাবাসী কতৃক সমাবেশে সভায় উপস্থিত হয়ে এ দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে ওভারব্রিজ নির্মান প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য কমল এমপি।
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/8953 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/8953 […]
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/8953 […]