ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা না ছৈয়দ আলম
Reporter Name

স্টাফ রিপোটার,ঈদগাঁও: বাংলাদেশ আওয়ামীলীগ,কক্সবাজার সদরের ইস লামপুর ইউনিয়ন শাখার প্রকৃত ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা নাকি ছৈয়দ আলম। এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে সচেতন রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে। কে হচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতি এই নিয়ে এখনো ধোঁয়াশা কাটছেনা স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মী সর্মথকদের মাঝেও।

প্রাপ্ত তথ্য মতে, ১২ এপ্রিল সদর আ,লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদুর একক স্বাক্ষরে ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদাকে প্রত্যাহার করা হয়।

১৩ এপ্রিল কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিভিন্ন প্রিন্ট ও অনলাইনে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদাকে অব্যাহতি প্রদান সংবাদ সত্যিই আমার দৃষ্টিগোচর হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলার কার্যকারী কমিটি কাউকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেননি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কাউকে ইচ্ছে হলে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। তাই গঠনতন্ত্র মোতাবেক ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদাই স্বপদে বহাল রয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।

এদিকে ২২ এপ্রিল স্থানীয় একটি দৈনিকে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছৈয়দ আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু স্বাক্ষরিত এক পত্রে এটি নিশ্চিত করেন।

২০২০ সালের ২৫ জুন ইউনিয়ন আ,লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান মনজুর আলমের মৃত্যু হয়। ১লা জুলাই ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরীর স্বাক্ষরিত দলীয় প্যাডে সদর আ,লীগ সভাপতি ও সম্পাদক বরাবরে ভারপ্রাপ্ত সভাপতি আবশ্যিক প্রসঙ্গে একটি আবেদন দেন। উক্ত আবেদনে সদর সভাপতি ও সাধারন সম্পাদক আলাদা আলাদা স্বাক্ষরে ইউনিয়ন আ,লীগের সিনিয়র সহ সভাপতি মনজুর আলম দাদাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। সে থেকে তিনিই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ বিষয়ে উধ্বর্তন নেতৃবৃন্দের জরুরী হস্তক্ষেপও কামনা করেছেন স্থানীয়রা।

ইসলামপুর ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরীর মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার সদর আ,লীগ সভাপতি আবু তালেব জানান, বর্তমানে ইসলামপুর আ,লীগে মনজুর আলম দাদাই ভারপ্রাপ্ত সভাপতি। অন্যটি সম্পূর্ণ অবৈধ।

4 responses to “আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা না ছৈয়দ আলম”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/8710 […]

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/8710 […]

  3. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/8710 […]

  4. lsm99 says:

    … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/8710 […]

Leave a Reply

Your email address will not be published.

x