আনোয়ার হোসেন মন্ডল, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার সুনীল কুমার সাহার স্ত্রী মালতি সাহার (৬৮) করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ এ। যা মোট আক্রান্তের ১.৮৭%।
বুধবার (২১ এপ্রিল) নেত্রকোণা সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত ২০ এপ্রিল আনুমানিক বিকাল সাড়ে তিন্টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুবরন করেন।
তিনি আরও বলেন, বিগত ১৮ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছিলেন। ২০ এপ্রিলে তার রির্পোটে COVID-19 পজেটিভ আসে।
তার মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
উল্লেখ যে, ২১ এপ্রিল পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৪৩৫৬ টি এবং ১৪০৯১ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত সর্বমোট ১০১৬ জন। যা মোট পরীক্ষার ৭.২১%। এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯৯জন যা মোট শনাক্তের ৮৮.৪৮%।