ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
বারহাট্টা উপজেলা ছাত্রলীগ নেতা সৈকত আহমেদ নূরীর ইফতার বিতরণ
Reporter Name

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের নির্দেশনায় বারহাট্টা উপজেলার ছাত্রলীগ, মেধাবী ছাত্রনেতা জনাব সৈকত আহমেদ নূরীর পক্ষ থেকে ১০০জন গরীব দুঃস্থ অসহায়, পথচারীর মধ্যে ইফতার বিতরণ করা হয়।

শনিবার (১লা মে) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় বারহাট্টা উপজেলার ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে বারহাট্টা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে ইফতার করা হয়।

ইফতারে সাবির্ক ভাবে সহযোগিতা করেন বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সদস্য জনাব খায়রুল কবীর খোকন ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব শফিকুল ইসলাম চন্দু।

ইফতার বিতরণ প্রসঙ্গে বারহাট্টা উপজেলা ছাত্রলীগ নেতা সৈকত আহমেদ নূরীর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের দিক নির্দেশনায় আমি সবসময় বারহাট্টা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে আসছি। বিগত সময় ত্রান বিতরন, মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ সহ আরো বিভিন্ন সামাজিক কাজকর্ম পালন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ১০০ জন দুঃস্থ অসহায়,পথচারী দের ইফতার বিতরন করি এবং ছাত্রলীগের ৭০ জন নেতা কর্মী নিয়ে ইফতার করি। এভাবেই আমি সবসময় মানবকল্যান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকতে চাই।

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ কর্মসূচি এবং কৃষকের ধান কাটাসহ বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছে।

x