হাবিবুর রাহমান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জে মাঠের ক্ষেত দেখতে গিয়ে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বালিয়াডাঙ্গা পাল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে কৃষক গোপাল দিনমজুর নিয়ে নিজের ক্ষেতে যান। দিনমজুরদের কাজে লাগিয়ে পাশে তার কলা ক্ষেত দেখতে গিয়ে সেখানে থাকা ছাগল ও গরুর লড়াই দেখে মৌমাছির চাকে ঢিল ছুড়লে মৌমাছি তেড়ে এসে তাকে কামড়াতে থাকে।
পরে তার চিৎকার ও দৌড়াতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।