ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে ন্যায্য মূল্যে টি সি বি’র পণ্য বিক্রয়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকার ঘোষিত স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় করা হয়েছে।

শনিবার (১৪ই আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত  পৌরসভার পাশে অবস্থিত কাঁচাবাজার চত্বরে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।

লকডাউনে কর্মহীন ও আয় কমে যাওয়া মানুষজনই এসেছেন স্বল্পমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ১০০ টাকা দরে ৭০০ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ৫৫০ মুশুরির ডাল ও ৫৫ টাকা দরে ৩০০কেজি চিনি।

প্রত্যেক ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি করে ডাল ও চিনি কিনতে পেরেছেন। টিসিবির পণ্য ক্রয় করতে আসা ভ্যান চালক খালেক বলেন, বাজার দরের থেকে কম দামে পণ্য কিনতে পেরেছি।

এভাবে সারা বছর টিসিবির পণ্যের সরবরাহ থাকলে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হয়।

এসময় টিসিবির ডিলার জাহিদ হোসেন  বলেন, আমরা ঝিনাইদহ থেকে পণ্য উত্তোলন করে কোটচাঁদপুরে এনে নিম্ম আয়ের  সাধারণ মানুষের কাছে বিক্রি করছি।

তিনি আরও বলেন,স্বল্পমূল্যে পণ্য বিক্রির কারণে ক্রেতা অনেক বেড়ে গেছে। সরবরাহ বাড়ালে ক্রেতাদের চাহিদা মেটাতে পারবো।

One response to “কোটচাঁদপুরে ন্যায্য মূল্যে টি সি বি’র পণ্য বিক্রয়”

  1. … [Trackback]

    […] There you will find 89577 more Information on that Topic: doinikdak.com/news/47224 […]

Leave a Reply

Your email address will not be published.

x