ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব ক্লাব
Reporter Name

ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণার ৪৮ ঘণ্টাও পার হয়নি। অথচ এরই মধ্যে বিতর্কিত এই লিগ যেন দেখছে মুদ্রার উল্টো পিঠ। নাম লেখানোর পর সেখান থেকে সরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের সবগুলো ক্লাব।

মঙ্গলবার রাতে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদেরও সুপার লিগ থেকে নাম প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

গত রোববার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা দেয় যোগ দেওয়া ১২টি ক্লাব। সেখান থেকে ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, লিভারপুল ও আর্সেনাল একে একে সরে দাঁড়ায়।

প্রবল সমালোচনার মুখে পড়া এই টুর্নামেন্টের টিকে থাকা বাকি ছয় দল হলো-স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ এবং ইতালির ইউভেনটাস, ইন্টার মিলান ও এসি মিলান।


নিউজ সোর্সঃ সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব ক্লাব

Leave a Reply

Your email address will not be published.

x