ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রাজিল ও আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের জমজমাট লড়াই। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১টায়।

ম্যাচটিতে ব্রজিল ও আর্জেন্টিনার হয়ে কারা খেলবেন? তা জানতে মুখিয়ে আছেন ভক্ত সমর্থকরা। শতবর্ষী এই দ্বৈরথ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। নানা কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকাকেই পাচ্ছে না ব্রাজিল। এ ছাড়া ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচে আঘাত পেয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।

সে কারণে ব্রাজিলের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি তারকা খেলবেন কি না তা নিয়ে শঙ্কা জেগেছিল। কোচ লিওনেল স্কালোনি সব শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, মেসি এ ম্যাচে খেলবেন। দুই দল বিশ্লেষণ করে সম্ভাব্য একাদশ দাঁড়ায় এভাবে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ :

ওয়েভারটন, দানিলো, এডের মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

সবশেষ ৫ ম্যাচে জয় রয়েছে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ড্র দিয়ে শুরু হলেও এরপর টানা জয়ের মাঝে দল। রয়েছে টেবিলের ২ নম্বরে। অন্যদিকে, গত ৫ ম্যাচে একটি মাত্র হার ব্রাজিলিয়ানদের। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৭ ম্যাচই জিতেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংখ্যাটা ৮ নম্বরে নেওয়াই লক্ষ্য তিতের।

ব্রাজিলের কোপা আমেরিকার প্রতিশোধ নাকি প্রতিপক্ষের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। তা অবশ্য জানা যাবে ম্যাচের পরেই। সে পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

x