শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
তিন পেসার নিয়ে নামছে মুমিনুল হকের দল। তিন বছরেরও বেশি সময় পর টেস্টের একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। সিরিজ শুরুর টেস্টে এ পেসারের সঙ্গী ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।
ঘরের মাঠে দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ১৮ সদস্যের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি তাসকিনের। এ ডানহাতি পেসার সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে সাউথ আফ্রিকা সফরে।
ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন দুই টেস্ট খেলা সাইফ হাসান। বাদ পড়েছেন সাদমান ইসলাম। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন মেহেদেী হাসান মিরাজ। ছয় স্বীকৃত ব্যাটসম্যান, তিন পেসার, দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।