ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন
ঈদগড়ে উঁচু পাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু
Reporter Name

স্টাফ রিপোটার, ঈদগাঁও: পাহাড়ী এলাকা ঈদগড় সড়কের পানেরছড়া ঢালায় উঁচু পাহাড় থেকে পড়ে এক বন্যহাতির  মৃত্যু হয়েছে।

বনবিভাগ সূত্র মতে, বিগত ২০ এপ্রিল মধ্যরাতে ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকার সড়কের দক্ষিণ পাহাড় থেকে নিচে পাকা ড্রেনের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ৩০ বছরের একটি হাতি মারা যায়। পরের দিন মঙ্গলবার সকালে পথচারীরা হাতির মরদেহ দেখতে পেয়ে ভোমরিয়াঘোনা বিট অফিসে খবর দেয়। পরে বনবিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।

ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের মতে, খাবার সংগ্রহ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। ময়না তদন্তের পর হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x