ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
গুরুদাসপুরে একদিনে দুই জনের আত্বহত্যা
Reporter Name

রাসেল আহমেদ সাজিদ নাটোর প্রতিনিধিঃনাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামের উসমান গনির স্ত্রী ববিতা খাতুন ৩০ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্বহত্যা করেছেন। স্থানীয় সুত্রে জানাযায় বিকেল ৪ টার দিকে পারিবারিক কলহের জেরে অভিমান করে স্বামীর বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্বহত্যা করে। পরে স্থানীয়রা সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে গুরুদাসপুর উপজেলা

স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। অপর দিকে উপজেলার গোপীনাথপুর উত্তর পাড়ার হাকিম মন্ডলের ছেলে প্রতিবন্ধী মিঠুন মন্ডল ১৮ বিকেল আনুমানিক চারটার দিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করে। মিঠুন মন্ডল শারীরিক প্রতিবন্ধী ছিলেন গত ১০ দিন আগে তার মা অসুস্থতায় মারা যান। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গুরুদাসপুর থানা নিয়ে এসেছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানার দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পোষ্ট মডেমের পর প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

x