ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সাবেক সাংসদ আমাজাদ মিলনের মৃত্যু
Reporter Name

শরিফুল ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: মারা গেছেন সিরাজগঞ্জ-৩ এর সাবেক  সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, পলাশ-ডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক, বর্ষীয়ান জননেতা-আলহাজ্ব গাজী ম ম আমজাদ হোসেন মিলন আজ সকাল সাড়ে ১১ টায় খাজা ইউনুস আলী হাসপাতালে (এনায়েতপুর) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন।

সাংসদের বড় মেয়ে হোসনে আরা লাভলী বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুস জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তার বাবা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজার সময় পরবর্তীতে জানানো হইবে। তাঁর সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও কর্মকালীন সহযোদ্ধাসহ সবাইকে উক্ত জানাজায় শরীর থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ড. হোসেন মনছুর তাঁর ফেসবুক ওয়ালে টেটাস দিয়েছেন, আর কেউ আমাকে বন্ধু বলে সম্বোধন করবে না।

তাঁর মৃত্যু খববে নেতাকর্মী-সমর্থক ও তাড়াশে শোকে ছায়া নেমে এসেছে।

x