ঢাকা, বুধবার ২৬ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
নাটোরে ডোপ টেস্টের মাধ্যমে ১০ মাদক সেবীকে আটক করেছে র‌্যাব
নাটোর প্রতিনিধি

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার রাত ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন পন্ডিতগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদক সেবীকে আটক করেছে।

র‌্যাব এর প্রেস নোটে জানা যায়, কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুল কাদের (৩৮) পিতা- শাহজাহান, খোকন (৩৫) পিতা- মৃত কালুগাজি, মো. রিপন (৩৪) পিতা- মৃত আলী হোসেন, সুমন আলী (২৭) পিতা- মৃত রজব আলী প্রামাণিক, আশরাফুল ইসলাম (২১) পিতা-লেবু তালুকদার, মোঃ রনক (২১), পিতা- মৃত রফিকুল ইসলাম, সুরুজ সিকদার (২৮) পিতা- আবুল সিকদার, রাজ শেখ (১৮) পিতা- মিলন শেখ, বাবু বশাক (৩৫) পিতা- মৃত শচীন বশাক আটক করে। এছাড়া র‌্যাবের আভিযানিক দল নলডাঙ্গার হালতি এলাকা থেকে অপর মাদকসেবী জহিরুল ইসলাম (১৭) পিতা-মনিরুল ইসলামকে আটক করে।

পরে র‌্যাবের সদস্যরা আটককৃত মাদকসেবীদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করালে উল্লেখিত ১০ জনের ক্ষেত্রে পজেটিভ ফলাফল পাওয়া গেলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখিত ঘটনায় নাটোর সদর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

x