ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।

রবিবার দুপুরে এ উপলক্ষে পৌর হলরুমে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য কাউন্সিলর, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

x