ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
রংপুরে কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে
Reporter Name

 হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুরে কঠোর লকডাউনের পঞ্চম দিনে পুলিশের চেকপোস্ট গুলোকে আরো বেশি তৎপর করা হয়েছে। চেক পোষ্ট গুলোতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের ক্ষেত্রে চেক পোষ্ট গুলোতে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

যথাযথ জরুরী সেবায় নিয়োজিত থাকলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে নতুবা ফিরতি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ির অভিমুখে। আজ রবিবার ১৮ এপ্রিল সপ্তাহব্যাপী কঠোর লকডাউন এর পঞ্চম দিন। গত চারদিনে লক্ষ্য করা গেছে মানুষের মাঝে সচেতনতা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। লক্ষ্য করা গেছে মানুষ প্রথম দিনের লকডাউন কে মানলেও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনে বাজারগুলোতে মানুষের জনসমাগম লক্ষ্য করা গেছে। পঞ্চম দিনে এসে লক্ষ্য করা যাচ্ছে যানবাহনের সংখ্যা বেড়েছে সাথে মানুষের সংখ্যাও। সপ্তাহব্যাপী কঠোর লকডাউন এর পঞ্চম দিনেও মহানগর পুলিশের কঠোর অবস্থান যেন মানুষকে লকডাউন মানাতে বাধ্য করছে।

বাজারগুলোতে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ভিড় থাকলেও বিষয়টিকে মানবিকভাবে দেখছেন মহানগর পুলিশ। তবুও তারা তাদের দায়িত্বে অনড়। রংপুর মহানগরীতে বিভিন্ন প্রধান মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে মানুষদের বিভিন্ন কারণে বাহিরে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরা। অনেকেই অনেক কারণ ছাড়াই বাইরে বের হচ্ছেন বিষয়টি নিশ্চিত করার পরে গন্তব্যে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন রংপুর মহানগর পুলিশ। লকডাউনের প্রথম দিনেই লকডাউন কে মানার প্রবণতা সাধারণ নগরবাসীর মাঝে লক্ষ্য করা গেলেও, লকডাউন এর সময়সীমা যত বাড়তে শুরু করেছে মানুষের মাঝে লকডাউন মানার প্রবণতাটি অনেকাংশেই কমে গিয়েছে। কিন্তু মাঠে কঠোর অবস্থান নিয়েছে রংপুর মহানগর পুলিশ। মানুষকে আটকাতে এবং মানুষকে সচেতন করতে যথেষ্ট কর্মসূচি গ্রহণ করছেন তারা এবং পালন করে চলেছেন।

x