রাসেল আহমেদ সাজিদ নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামে বিদ্যুতায়িত পানির মোটরে অসাবধানতাবশত হাত দিয়ে বিদ্যুৎস্পর্শে মাসুদ শেখ(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আছান শেখের ছেলে।
শনিবার(১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নিজ বাড়িতে গোসলের জন্য লক্ষীপুর গ্রামের আছান শেখের ছেলে মাসুদ শেখ মোটরের সুইচ অন করে। কিন্ত পানি না আসায় ভুলবশত মোটরের সুইচ অফ না করে বাইরে এসে মোটরে হাত দেয়। এতে সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।