এম আবু হেনা সাগর,ঈদগাঁও: মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত চৌফলদন্ডী-খুরুস্কুল সড়ক জুড়েই ঘনঘন স্পীড ব্রেকার হওয়ায় পথচারীসহ যানবাহন চালকরা বিপাকে পড়ছে। যেকোন মুহুর্তে দূর্ঘটনার আশংকা প্রকাশ স্থানীয়রা। এসব বিষয়ে দেখার যেন কেউ নেই। সদরের চৌফলদন্ডী-খুরুস্কুল হয়ে কক্সবাজার যাওয়ার পথে অর্ধশতাধিকেরও বেশি স্পীড ব্রেকারে হিমশিম খাচ্ছে চালকরা। ফলে জনদূর্ভোগে চরমে। দিবারাত্রী ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
দেখা যায়, মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত গ্রামীন সড়কটির পয়েন্টে পয়েন্টে ঘন ঘন স্পীড ব্রেকার। এই সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী অসংখ্য লোকজন সহ যাত্রীরা। যানবাহন চালকরা অতিষ্ট হয়ে পড়েন। চৌফলদন্ডীর ব্রীজ থেকে খুরুস্কুল রাস্তার মাথা লোহার ব্রীজ পর্যন্ত অর্ধশতাধিকের মত স্পীড ব্রেকার রয়েছে। দিবারাত্রীতে সড়ক দিয়ে দ্রুত গতিতে চালিয়ে আসা যানবাহন চালকরা যেকোন মুহুতে দূর্ঘটনা হতে পারে।
তবে কজন পথচারী জানান, মহাসড়কের পরে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। স্পীডব্রেকারের কারনে কষ্ট পেতে হচ্ছে যাত্রীদেরকে। সড়কে দূর্ভোগ কমানোর জন্য স্পীডব্রেকার ভেঙ্গে দেয়ার আহবান কতৃপক্ষের নিকট।
সচেতন লোকজন জানান, চৌফলদন্ডী-খুরুস্কুল সড়কে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় স্পীড ব্রেকার বৃদ্বি পেয়েছে। যার কারনে রাত্রী বেলায় আতংক নিয়ে গাড়ী চালানোর পাশাপাশি দূর্ঘটনার সম্ভাবনাও দেখা দিয়েছে।
যাত্রী কাসেম,তাহেরসহ অনেকে জানান, সড়কে বেশি স্পীডব্রেকার হওয়াতে স্থানীয় পর্যায়ের যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। অতিরিক্ত স্পীডব্রেকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান।