ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়িসহ আসবাবপত্র ভূস্মিভূত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শরিফুল ইসলামগুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বাড়িসহ ঘরের আসবাবপত্র ভূস্মিভূত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার মৃত লইমুদ্দিনের বাড়ীতে ওই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটে ওই অগ্নিকান্ডের সূত্রপাত্র বলে প্রাথমিক ধারনা করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম।

মৃত লইমুদ্দিনের ৫ঘর বিশিষ্ট বাড়ীতে দীর্ঘদিন যাবত ওই পাঁচ ভাড়াটে ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সকালে বসবাসরত এক ভাড়াটে প্রথমে আগুন দেখতে পায়। তার চিৎকারে আশেপাশে প্রতিবেশিরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফয়ার সার্ভিসের লোকজন আসার আগেই বাড়ির ৫ ঘরের আসবাবপত্র পুঁড়ে ছাই হয়ে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভাড়াটে আশরাফ জানান, ওই অগ্নিকান্ডে বাড়ির ৫ঘরের ভেতরের সব আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা সম্ভব হচ্ছে না, তবে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *