বাকেরগঞ্জ প্রতিনিধি: আজ রোজ শুক্রবার ১৬/০৪ /২০২১ ইং বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়ার উদ্যোগে পাঁচশত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, বাকেরগঞ্জ সরকারি কলেজ জামে মসজিদের জুমার নামাজ শেষে সরকারি কলেজ মাঠে ও আল-আমিন জামে মসজিদের জুমার নামাজ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুস্থদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন আবুল কালাম ডাকুয়া।
এছাড়াও বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড গোলচত্বরে দাঁড়িয়ে এবং উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে বিভিন্ন শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ৫০০,গ্রাম করে বুট, মুড়ি চিনি,চিড়া,ও খেজুর। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আব্দুল রশিদ মোল্লা যুবলীগ নেতা মাহফুজুর রহমান, শ্রমিক নেতার নান্নু, শ্রমিক নেতা রাজু, ও মাহিন্দ্রা চালক সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার সহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।