ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
নাটোরের গুরুদাসপুরে মাটির নিচে পাওয়া গেল শুটারগান
Reporter Name

রাসেল আহমেদ সাজিদ, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পুকুর খনন করতে  গিয়ে পাওয়া গেছে একটি শুটারগান। আজ  দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের চাকল বিলে ওই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, রশিদপুর গ্রামের কৃষক নাজিম উদ্দিন চাকল বিলে তার একটি পুকুর থেকে মাটি কেটে পুকুর পুনরায় সংস্কার করছিলো।

কোদাল দিয়ে ৮-১০ ইঞ্চি মাটি খোড়ার এক পর্যায় একটি সুটারগান পায় ওই কৃষক। পরে খবর পাওয়া মাত্রই সুটারগানটি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সুটারগান এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

x