ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনুভব করছেন সাইফ
Reporter Name

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। তবু সেটি খুব গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসানের কাছে। টেস্ট সিরিজে নামার আগে দুই দিনের ম্যাচটা খেললে লঙ্কান কন্ডিশনে মানিয়ে নেয়া সহজতর হবে বলে মনে করেন এ তরুণ ব্যাটসম্যান।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছে। সকালে টিম হোটেলের অদূরে একটি মাঠে পুরো দল শুরু করে টেস্ট সিরিজের প্রস্তুতি।

কলম্বো শহর থেকে কিছুটা দূরে নিগম্বোতে দুই দিন হালকা অনুশীলনের পর ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা।

প্রথম দিনের অনুশীলন শেষে ভিডিও বার্তায় সাইফ জানান প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের গুরুত্ব সম্পর্কে, ‘আমাদের সামনে যে প্র্যাকটিস ম্যাচটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কীরকম হতে পারে সেটি এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। আমার মনে হয় ম্যাচের আগে পরে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ। যত ক্যাশ ইন করা যায়, ততই আমাদের জন্য ভালো।’

‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্‌ টিমের জন্যই ভালো হবে’, বলেন সাইফ।

২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কায় গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে সবার অবস্থা মূল্যয়নের পর ঘোষণা করা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।

২০২০ সালে টেস্ট অভিষেকের পর থেকে নিয়মিত দলে থাকলেও একাদশে নিয়মিত নন সাইফ। সাদমান ইসলাম চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকায় বিকল্প হিসেবে গত বছর পাকিস্তান সফরে সুযোগ দেয়া হয় সাইফকে।

দুটি টেস্ট খেলার পর সাদমান ফিট হয়ে ফিরলে একাদশে জায়গায় হারান সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সাদমান নাকি সাইফ সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

প্রস্তুতি ম্যাচ খেলে কলম্বো ছেড়ে ক্যান্ডি চলে যাবে টিম টাইগার্স। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিন অনুশীলন করার পর ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published.

x