ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
নাটোরের বিভিন্ন বাজার তদারকি করেছেন জেলা প্রশাসক
Reporter Name

রাসেল আহমেদ সাজিদ, নাটোর জেলা প্রতিনিধিঃ রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে স্থিতিশীল রাখার লক্ষ্যে নাটোরের বিভিন্ন বাজার তদারকি করেছেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ। এসময় চাল, শাকসবজি, মাছ ও ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক।

বৃহষ্পতিবার(১৫ এপ্রিল) সকাল থেকে শহরের স্টেশন বাজার, নীচাবাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সরওয়ার, সহকারি কমিশনার শরীফ শাওন, বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো.শাহরিয়াজ বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ বিভিন্ন বাজারে কেনাবেচা পর্যবেক্ষণ করা হয়েছে। আমরা ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যাতে স্বাভাবিক মূল্যে পণ্যদ্রব্য বিক্রি ও ভোক্তারা বেশি পণ্য কিনে মজুদ না করেন, সেই অনুরোধ করেছি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে যাতে পণ্য কেনাবেচা বিষয়ে ব্যবসায়ীরা প্রশাসনকে আশ্বস্ত করেছে।

পরে জেলা প্রশাসক জনসাধারণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

x