ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সিলেটে করোনা সংক্রমণ রোধে কঠোর শৃঙ্খলাবাহিনী
Reporter Name

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে নগরীর বেশির ভাগ এলাকা লোক শুন্য। বুধবার (১৪ এপ্রিল) থেকে দ্বিতীয় দফায় ১৩ দফা নির্দেশনার এই বিধিনিষেধ শুরু হয়েছে।

নগর ঘুরে দেখা যায়, সকাল থেকেই লকডাউনে (বিধি-নিষেধ) রাস্তায় বেরোলেই কি কারণে বের হয়েছেন তা পুলিশ জানতে চাইছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে জানতে চাইছে কি কারণে বা কি কাজে বের হয়েছেন। যথাযথ কারণ বলতে পারলেই যাতায়াত করতে দিচ্ছে পুলিশ।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে আবার শুরু হয়েছে বিধি-নিষেধের লকডাউন। এই লকডাউনে শিল্প-কলকারখানা, ব্যাংক ও জরুরি সেবা ছাড়া অফিস-গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছেন সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published.

x