ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
আজ আদালতে হাজির হবেন পরীমনি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেবেন চিত্রনায়িকা পরীমনি।  সকাল সাড়ে ১০টায় তিনি আদালতে হাজির হবেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন।

আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।

১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন

6 responses to “আজ আদালতে হাজির হবেন পরীমনি”

  1. Why viewers still make use of to read news papers when in this technological globe all is presented on net?

  2. Right away I am ready to do my breakfast, once having my breakfast coming again to read additional news.

  3. Hi there, I discovered your blog by the use of Google at
    the same time as looking for a comparable subject, your website came up, it seems to
    be good. I have bookmarked it in my google bookmarks.

    Hello there, simply turned into aware of your weblog through Google, and located that it is really informative.
    I’m going to be careful for brussels. I’ll be grateful should you continue this in future.
    A lot of folks will be benefited from your writing.
    Cheers!

  4. Good day! I know this is kinda off topic however ,
    I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest authoring a blog article or vice-versa?
    My site covers a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other.
    If you’re interested feel free to send me an email. I look forward to hearing from you!
    Terrific blog by the way!

  5. This website was… how do you say it? Relevant!!
    Finally I have found something that helped me.
    Appreciate it!

  6. Fantastic beat ! I would like to apprentice even as you amend your website, how can i subscribe for a
    blog website? The account aided me a acceptable deal.
    I have been a little bit acquainted of this your broadcast provided
    shiny transparent idea

Leave a Reply

Your email address will not be published.

x