ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
চলনবিলে ভ্রমণ পিপাসুদের ভিড়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চলনবিলের তীরে ভেঙে পড়ছে বড় বড় ঢেউ। দিগন্ত জুড়ে জলরাশির খেলা। বর্ষায় ডিঙ্গি, পালতোলা ও ইঞ্জিনচালিত নৌকার বাহারি সব সাজ বাহার। চলছে বিনোদন ভ্রমণের নিত্য আয়োজন। বিচিত্র প্রকৃতির অপার শোভায় মনপ্রাণ কেড়ে নেয় বিলের গ্রামান্তর।

বর্ষা আর শরতে দেখা মেলে চলনবিলের অপরূপ বৈচিত্র্যের নানা মনোমুগ্ধ নিদর্শন। এই পানিতে অসংখ্য নৌকায় ভ্রমণ ও বিনোদন পিপাসু মানুষ ছুটে চলেছেন। বৃহস্পতিবার সকালে শানকিডাঙ্গা বিলে দেখা যায় এমন চিত্র।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, চলনবিল পর্যটন এলাকা হতে পারে। চলনবিল রক্ষায় ইতিমধ্যে এলজিইডির মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছে।

চলনবিল পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া, নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, নওগাঁ জেলার রানীনগর, আত্রাই, সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বগুড়া জেলার দক্ষিণাঞ্চল মিলে চলনবিলের অবস্থান।

 

One response to “চলনবিলে ভ্রমণ পিপাসুদের ভিড়”

  1. Buy Cz gun says:

    … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/56300 […]

Leave a Reply

Your email address will not be published.

x