দেড় বছরের বেশি সময় পর বুধবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটকরা সুন্দরবনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। করমজলসহ সুন্দরবনের সব স্পটেই যাওয়া যাবে। একইসংগে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের পাসও দেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.বেলায়েত হেসেন,সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, আগামী ১ তারিখ থেকে সুন্দরবন খুলে দেওয়া হবে কি না, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পর্যটনখাত সংশ্লিষ্টদের সাথে সভা হয়েছে। সভায় ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে একটি লঞ্চে ৭৫ জনের বেশি যাতায়াত করতে পারবেন না মানতে হবে স্বাস্থ্যবিধিসহ সকল নির্দেশনা বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।
Leave a Reply