ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিরামপুরে পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন-এমপি শিবলী সাদিক
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর শহর এলাকায় সুধীরের মোড় থেকে বিরামপুর রেলওয়ে ষ্টেশন পর্যন্ত ৪৫০ মিটার পাকা রাস্তা বিটুমিনাস ডেন্স কার্পেটিংকরণ নির্মাণ কাজ ও মহাসড়কের ডিভাইডারের মাঝে ফুলের চারা রোপনের মাধ্যমে শহরের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় বিরামপুর পৌরসভার অর্থায়নে ২২ লক্ষ টাকা ব্যয়ে পৌর শহরের সুধীরের মোড়ে থেকে রেল স্টেশন পর্যন্ত বিটুমিনাস ডেন্স কার্পেটিংকরণ নির্মাণ কাজ ও এরপর পৌর শহরের মহাসড়কের উপর ডিভাইডারের মাঝে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপনের মাধ্যমে শহরের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও  সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন- বিরামপুর উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আককাস আলী,ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, সহ- সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু,  যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা পূজা উদযাপন কমিনিটির সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক,

আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ, এলাকার গণ্যমান্য-ব্যক্তিবর্গবৃন্দ প্রমুখ।

পাকা রাস্তা নির্মাণ কাজ ও ফুলের চারা রোপন কাজের শুভ উদ্বোধন শেষে বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিলীপ কুমার কুন্ডুর সভাপতিত্বে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃআক্কাছ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

One response to “বিরামপুরে পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন-এমপি শিবলী সাদিক”

  1. gasgang says:

    … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/56093 […]

Leave a Reply

Your email address will not be published.

x