ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
ক্যাপ্টেন নওশাদের জানাজা দুপুরে, দাফন বনানীতে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে আনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের জানাজা নামাজ আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর তার কর্মস্থল বলাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি-০২৬) ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় আনা হয়।

ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছলে তাকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের এমডি ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিকভাবে নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। বিমানের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন।

ফ্লাইটটি অবতরণের পর ক্যাপ্টেন নওশাদকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ২৯ আগস্ট তাকে হাসপাতালের সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এসআইসিইউ) কোমায় নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। হার্ট অ্যাটাকের পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ৩০ আগস্ট বেলা ১১টার দিকে না ফেরার দেশে চলে যান ক্যাপ্টেন নওশাদ।

এটাই ক্যাপ্টেন নওশাদের প্রথম সলফতা নয় এর আগেও ২০১৬ সালে জীবনের ঝুঁকি নিয়ে আরেকটি দুর্ঘটনার হাত থেকে ১৪৯ যাত্রী আর সাত ক্রু’র জীবন বাঁচিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ।

তার এই দুঃসাহসিকার কারণ ২০১৭ সালে ক্যাপ্টেন নওশাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসাপত্র পাঠায় আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল।

9 responses to “ক্যাপ্টেন নওশাদের জানাজা দুপুরে, দাফন বনানীতে”

  1. Uaqkor says:

    lasuna tablet – generic himcolin cheap himcolin for sale

  2. Hrywih says:

    besivance uk – sildamax brand buy sildamax pill

  3. Jzmtlt says:

    buy neurontin tablets – buy neurontin 100mg generic buy sulfasalazine paypal

  4. Lckmod says:

    order probenecid pills – buy generic carbamazepine online where to buy carbamazepine without a prescription

  5. Pumzhu says:

    order celecoxib 200mg – order flavoxate for sale indomethacin 50mg over the counter

  6. Nhzdpx says:

    buy mebeverine 135 mg for sale – cilostazol tablet buy cilostazol 100 mg online cheap

  7. Gohdao says:

    cambia buy online – aspirin oral order aspirin 75 mg generic

  8. Ibcxer says:

    cheap rumalaya – elavil 10mg canada buy endep sale

  9. Wwakid says:

    mestinon 60mg ca – order imuran pills azathioprine order online

Leave a Reply

Your email address will not be published.

x