ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শাপলা তুলে বাড়ি ফেরা হলোনা শিফাতের, বজ্রপাতে কেড়ে নিলো প্রাণ
মো: শরিফুল ইসলাম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
 টাঙ্গাইলের কালিহাতীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ঘোনাবাড়ি গ্রামের মোশারফের ছেলে শিফাত (১২) এবং আহত শিশু একই গ্রামের তাহেরের ছেলে তানভীর (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন।
তিনি জানান, শিফাত ও তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। সে সময় তাদের পাশে বজ্রপাত হয়। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে তাৎক্ষণিক টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নিহত শিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

x