ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। একইসাথে প্রথম শ্রেণির ক্রিকেটেও আর দেখা যাবে না এই অলরাউন্ডারকে। যদিও ২০১৬ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার।

৩৭ বছর বয়সী বিনি ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে অভিষেকের পর ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখনও বিনির দখলে। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেছিলেন বিনি।

অবসরের ঘোষণা দিয়ে বিনি বলেন, ‘আমি আপনাদের অবগত করছি যে, আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আমি দারুণ উপভোগ করেছি এবং আমি গর্বিত।’

বিনি আরও বলেন, ‘আমার ক্রিকেটীয় যাত্রায় বিসিসিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর তাদের আস্থা ও বিশ্বাস ছিল। কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। এই দলকে নেতৃত্ব দেওয়া এবং শিরোপা জেতা অনেক সম্মানের ব্যাপার।’

সূত্র: ক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published.

x